Terms & condition

সাফার সাইড কি?

সাফার সাইড হলো বাংলায় সবথেকে বিশ্বস্থ একটি কমিউনিটি। সাফার সাইড (sufferside.com) কমিউনিটি বিশ্বস্ততার সাথে সঠিক তথ্য নিয়মিত প্রদান করে এবং বাংলা ভাষাভাষী মানুষদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন টপিকের ওপরে আর্টিকেল প্রকাশ করে থাকে। 😊

সাফার সাইডএর কপিরাইট নীতি

01. সাফার সাইড ওয়েবসাইটের মধ্যে প্রকাশিত সকল ব্লগ পোস্টের অথবা আর্টিকেলের স্বত্বাধিকার একমাত্র সাফার সাইড নিজেই। যেকোন পদ্ধতি ব্যাবহার করে সাফার সাইড ওয়েবসাইটের কনটেন্ট কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে যদি কোন কনটেন্টের অংশ বিশেষ কপি করা নিয়ে কোথাও প্রকাশ করা হয় তাহলে অবশ্যই সাফার সাইড কে DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট দিতে হবে।

02. সাফার সাইড ওয়েবসাইটে সকল ব্লগ পোস্টগুলো বিশেষ ক্ষেত্রে বিভিন্ন বাংলা কিংবা ইংরেজি সোর্সকে ভাবানুবাদ করে লিখা হয়। এমতা অবস্থায় যদি আমাদের কোন আর্টিকেলের বা ব্লগের তথ্যের সাথে কাকতালীয়ভাবে আপনার কোন সর্সের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি সাফার সাইড ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি সেক্ষেত্রে না চান যে আপনার কোন ব্লগের তথ্য সাফার সাইড ওয়েবসাইটে প্রকাশ করা হোক এইক্ষেত্রে।

03. এছাড়াও যদি কোন তথ্য আপনার ব্লগ ওয়েবসাইটে থেকে নেওয়া হয় আর যদি ভুলক্রমে আপনার ওয়েবসাইটকে কোন ক্রেডিট দেওয়া না হয়, আর আপনি যদি না চান আপনার সেই তথ্যটি সাফার সাইড ওয়েবসাইটে থাকুক তাহলে অবশ্যই সাফার সাইডওয়েবসাইটের এডমিনকে জানাবেন।

সাফার সাইড এর গোপনীয়তা নীতি

আমরা সাফার সাইড ওয়েবসাইটে বিজ্ঞাপন সরবরাহ করার জন্য এবং সাফার সাইড এর ট্রাফিক বিশ্লেষণ করার জন্য কুকি ব্যবহার করে থাকি। আপনার যেই জিনিসগুলো পছন্দ সেই জিনিসের ওপরে আপনার সামনে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞাপন কোম্পানী যেমন গুগল এডসেন্স ও অ্যানালিটিক্সের সাহায্য আপনার ওয়েবসাইট ভিজিটের তথ্য এবং আপনার ব্যাবহার অনুযায়ি সাইটে প্রবেশ করানোর মাধ্যমে আপনার প্রয়োজনীয় ইনফরমেশাগুলো শেয়ার করে থাকি।

সাফার সাইড এর এর সকল ব্লগ পোস্ট সকলের জন্য উন্মুক্ত করা নয়। ক্ষেত্র বিশেষে আপনাকে বিভিন্ন ধরণের তথ্য জানার জন্য সাফার সাইড এর উপযুক্ত কোড দিয়ে পারমিশন নিতে হতে পারে।

সাফার সাইড এর কমেন্ট পলিসি

01. সাফার সাইড এর এর কোন পোস্টের জন্য মন্তব্য করার থাকে এবং যদি কোন কিছু সম্পর্কে জানার থাকে তাহলে আপনি কেবলমাত্র সেই বিষয়ক পোস্টে গিয়ে মন্তব্য করতে পারেন।

02. সাফার সাইড এর যেই পোস্টে মন্তব্য করার জন্য ইচ্ছুক সেই বিষয়কে মাথায় রাখার মাধ্যমে আপনার ভালো লাগা অনুভূতিগুলো গঠনমূলক এবং নেতিবাচক সমালোচনার মাধ্যমে কমেন্ট করতে পারেন।

03. উপরের উল্লিখিত সকল বিষয়গুলি ছাড়া আপনি কোন ধরণের মন্তব্য করতে পারবেন না। সাফার সাইড এর কমেন্টের মধ্যে কোন ধরণের অশালীন আচরণ এবং বিজ্ঞাপনমূলক অশ্রাব্য কিংবা আক্রমণাত্মক শব্দ ব্যাবহার করে কথাবার্তা বলা একদম নিষেধ।

04. আপনাদের মধ্যে যারা আপনাদের মতামত কিংবা অভিযোগ আমাদের সাথে শেয়ার করতে চান সাফার সাইড এর যোগাযোগ পেজ ব্যাবহার করতে পারবেন।

আমাদের ওয়েবসাইট থেকে লিংক অপসারণ

যদি আপনি সাফার সাইড এর ওয়েবসাইটের মধ্যে এমন কোন লিংক খুঁজে পান যা কোন কারণে বিপত্তিকর, তাহলে আপনি যেকোন সময়ে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। আমরা আপনার সেই অনুরোধকৃত লিংকগুলো সরানোর বিষয়ে বিবেচনা করবো। তবে সঙ্গে সঙ্গে আপনার সাথে প্রতিক্রিয়া জানাতে বাধ্য নই৷

সাফার সাইড এর সাথে যোগাযোগের সমস্ত ঠিকানা

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url